What is Truecaller ☠️ in Bangla

Truecaller কি ? কেন এইটা ব্যবহার করবেন ? হ্যাকার Truecaller ব্যবহার করে কি করে ? ▪️Truecaller - Caller ID & Spam Blocking app, এই এপ যদি আপনার ফোনে ইন্সটল থাকে, যদি কোনো unknown কোনো নাম্বার থেকে আপনার ফোনে আসে ! তাহলে সেই নাম্বার এর ওনার যদি Truecaller ব্যবহার করে বা অই নাম্বার এ যদি Truecaller এ নাম সেট করা থাকে তাহলে আপনার ফোনে সেই নাম্বার এর নাম শো করবে। তবে তখন আপনার ফোনে ডাটা কালেকশন অন থাকতে হবে। এছাড়া Truecaller দিয়ে call-blocking, flash-messaging, call-recording করা যায়। ▪️Truecaller App কিভাবে নাম্বার এ নাম শো করে ? যারা Truecaller App ব্যবহার করে তারা যখন অন্য Truecaller App ব্যবহারকারীকে কল করে তখন নাম শো করে। এছাড়া যারা Truecaller App ব্যবহার করে না তাদের নাম্বারে আপনি চাইলে যে কোনো নাম ইচ্ছামত সেট করতে পারবেন। ফলে যারা Truecaller App ব্যবহার করে না তাদের নামও Truecaller App এ শো করে যদি কেউ সেই নাম্বার এ নাম সেট করে। ▪️Truecaller App কেন ব্যবহার করবেন ? বর্তমানে যে হারে spamming call and sms আসে যা বিরক্তকর! Truecaller App অটোমেটিক এইগুলা সনাক্ত করে সর্তক করে! পাশাপাশি কোনো unknown number থেকে কল আসলে যদি কে কল করছে তার নাম জানা যায় ! তাহলে কেমন হয়! তাছাড়া এখন সবাই এই Truecaller App ব্যবহার করে। তাই আমাদের আশেপাশে সবার নাম্বার এ তাদের নাম সেট করা আছে! তাই এই সুবিধা গুলো নিতে Truecaller App ব্যবহার করতে পারেন! ▪️Truecaller Account Profile Truecaller App এ দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়! 1. Personal and 2. Business Account! ▪️Hacker Truecaller ব্যবহার করে কি করে ? Truecaller App কে হ্যাকার osint tools হিসাবে ব্যবহার করে। Truecaller App থেকে ভিক্টিম এর ইনফরমেশন কালেক্ট করে! যা হ্যাকাদের তাদের কাজ কে অনেক সহজ করে দেয়! ▪️Truecaller App Database Hacked! Truecaller App এর ডেটাবেইজ গতবছর হ্যাক হয়েছিলো। হ্যাকার হ্যাকড করে লিক করে দিয়েছিলো! এই ডাটাবেইজ ইন্ডিয়ার ছিলো। এইখান থেকে ডাউনলোড করতে পারেন। লিংকঃ https://drive.google.com/file/d/1hJcppUFXGHJV_OivvtiYpLTneiMzKIXM/view?usp=drivesdk ▪️পরামর্শঃ ১. শুধু নাম্বার দিয়ে Truecaller App এ অ্যাকাউন্ট করবেন। ২. ইমেল বা ফেইসবুক দিয়ে Truecaller App এ অ্যাকাউন্ট করবেন না। ৩. নিজের ছবি এড করবেন না। ———————————— CLAY Team.. WE ARE ANONYMOUS WE ARE LEGION WE DO NOT FORGIVE WE DO NOT FORGET EXPECT US!

Comments

  1. 𝚃𝚑𝚊𝚗𝚡 𝚏𝚘𝚛 𝚝𝚑𝚒𝚜 𝚒𝚗𝚏𝚘𝚛𝚖𝚊𝚝𝚒𝚘𝚗

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

☠️ফেসবুক অথবা যেকোনো সোশাল মিডিয়া অ্যাাকাউন্ট হ্যাক করার সবচেয়ে কার্যকর ৪ টি পদ্ধতি....

☠️কিছু অ্যান্ড্রয়েড পেইড সফটওয়ারের লিংক কী সহ দেওয়া আছে।

একজন হ্যাকার হয়ে আমার কিছু কথা।